গুগল ম্যাপ ব্যবহার করলেই এবার মিলবে কলকাতার বেশ কিছু রেস্তোরাঁয় ২৫ শতাংশ ছাড়!


সম্প্রতি ফুড রিভিউ অ্যাপ Eazydiner - এর সঙ্গে গুগল ম্যাপ গাঁটছড়া বেঁধেছে, যার ফলস্বরূপ আকর্ষণীয় সুযোগ পাওয়া যাবে দেশের মোট ১১ টি শহরে এবং প্রায় ৪,০০০ রেস্তোরাঁয়। সম্প্রতি গুগল ম্যাপের অন্দরমহলকে ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছে টেক জায়েন্ট মার্কিন সংস্থা এবং  তার জন্যই বিনামূল্যে প্রতিটি ইউজারকে তারা দিচ্ছে আকর্ষণীয় এই অফার। কলকাতা সহ ভারতের মোট দশটি শহরের ইউজাররা এই সুযোগ পাবেন বলে জানিয়েছে গুগল। এই অফারের মাধ্যমে গ্রাহকরা প্রায় ২৫ শতাংশ ছাড় পাবেন রেস্তোরাঁর বিলে। শুধু কলকাতাবাসীরাই নন, এই সুযোগ পাবেন দিল্লী, বেঙ্গুলুরু, জয়পুর, গোয়া-র মতন শহরও। আকর্ষণীয় এই সুযোগ পাওয়া যাবে দেশের মোট ১১ টি শহরে এবং প্রায় ৪,০০০ রেস্তোরাঁয়।  আগাম টেবিল বুক করে রাখার সুযোগও প্রদান করবে গুগল ম্যাপ। তবে আপাতত সীমিত সময়ের জন্যই বরাদ্দ এই অফার। গুগল ম্যাপে এক্সক্লুজিভ ট্যাগে ক্লিক করে অফার সেকশনে ঢুকলেই আপনি পেয়ে যাবেন আপনার নিকটবর্তী হোটেলের সন্ধান, যেখানে প্রজয্য হবে এই ২৫ শতাংশ ছাড়। শুধু তাই নয়, রেস্তোরাঁগুলির খাবারের তালিকাও পাওয়া যাবে গুগল ম্যাপে।

Comments